• Breaking News

    Wednesday, 21 September 2022

    ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার উপায়

    ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার উপায়

    আপনি অবশ্যই ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার আশা নিয়ে আমার পোস্টটি পড়ছেন। তবে হ্যা আপনি ঠিক জায়গায় এসে পড়েছেন। এখন আলোচনা করব ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক সমন্ধে। তবে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার আগে জানতে হবে ওয়াইফাই কি !


    Wifi (wireless fidelity) হলো একধরনের ওয়ারলেস নেটওয়ার্ক টেকনোলজি। মূলত এক ধরনের রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে ওয়াইফাই সক্ষম ডিভাইসসমূহ একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে থাকে। উদাহরণ স্বরূপ আপনার ডিভাইস ও রাউটারের মধ্যে যোগাযোগ হয়ে থাকে বেতার তরঙ্গের মাধ্যমে। তো কথা না বাড়িয়ে চলুন জেনে নিই ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করবেন করার উপায়।

    ওয়াইফাই হ্যাক করার উপায়


    ধরুন , আপনার পাশের বাসায় ওয়াইফাই কানেক্ট রয়েছে । আপনার সেই ওয়াইফাই পাসওয়ার্ড জানা না থাকায় ওয়াইফাই পাসওয়ার্ড হিসেবে তার সম্পর্কিত কিছু তথ্য দিয়ে চেষ্টা করলেন , যেমন : তার ফোন নম্বর , ইমেইল এড্রেস  ইত্যাদি । কিন্তু শেষ পর্যন্ত কোনো লাভ হলো না । তখন আপনার মাথায় ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার চিন্তা চেপে বসলো। সাথে সাথেই শুরু হলো আপনার গুগল ও ইউটিউবে সার্চ । কিছু সাইট ও টিউটোরিয়াল ভিডিও খুঁজতে শুরু করলেন ওয়াইফাই হ্যাক করার নিয়ম সম্পর্কে । বেশ কিছু সাইট বা ভিডিও থেকে জানতে পারলেন কিছু apps এর কথা । তো এবার আপনাকে ঠেকায় কে ! আপনি সাথে সাথেই প্লে স্টোর থেকে সেসব apps ইনস্টল করতে শুরু করে দিলেন। কিন্তু দিনশেষে কোনো কাজ হলো না । বরং এতে করে আপনি হ্যাক করতে গিয়ে নিজেই পড়ে গেলেন হ্যাকারের খপ্পরে । পাসওয়ার্ড হ্যাক করার জন্য ইতিমধ্যে আপনি  যে app টি ইন্সটল করেছেন সেটি ম্যালওয়ার । ম্যালওয়ার হচ্ছে গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে । বর্তমানে ওয়াইফাই হ্যাক সম্পর্কিত এসব apps এর বেশিরভাগই ম্যালওয়ার । কারন বর্তমানে ওয়াইফাই সিকিউরিটি অধিক উন্নত হওয়ায় ওয়াইফাই হ্যাক প্রায় অসম্ভব । 


    এখন আপনি দাবি করতে পারেন যে আপনার বন্ধু ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করেছে । তবে আসা যাক মূল কথায় ,  অবশ্যই ওয়াইফাই হ্যাক সম্ভব । কিন্তু শর্ত হচ্ছে সেই রাউটারের কিছু দুর্বলতা থাকতে হবে। রাউটারের এমন-ই একটা দুর্বলতা হলো WPS . তাছাড়া পাসওয়ার্ড যদি দুর্বল হয় তবে কিছু apps যেগুলো dictionary attack বা brute force attack এর দ্বারায় কানেক্ট হওয়ার জন্য পরপর ৮ ভিজিটের পাসওয়ার্ড সাজিয়ে থাকে । পাসওয়ার্ড চরম দুর্বল হলেই একমাত্র তা সম্ভব । অনেকাংশে এ প্রক্রিয়ায় দুর্বল পাসওয়ার্ড সমূহও শনাক্ত করতে লেগে যেতে পারে বছরের পর বছর। মূলত এ প্রক্রিয়ায় হ্যাক মাত্র ৪% সম্ভাবনা থাকে এবং বাকি ৯৬ ভাগেই সম্ভব হয়ে উঠে না। 


     ওয়াইফাই হ্যাকিং এ সতর্কতা

    সর্বপ্রথম ওয়াইফাই সিকিউরিটি ছিল WEP এবং এটি ছিল খুবই নিম্নমানের । এতে করে কিছু সাধারণ apps ব্যাবহার করেই সহজে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করা যেত । কিন্তু বর্তমান সিকিউরিটি ব্যাবস্থায় WPA এবং তার থেকেও উন্নত WPA2 ও WPA2 ব্যাবস্থা থাকে । যেগুলো কোনো অবস্থাতেই হ্যাক করা সম্ভব নয় । তাই ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার পেছনে অযথা মূল্যবান সময় নষ্ট করবেন না । কারন দক্ষ হ্যাকার ছাড়া বর্তমানে তা অসম্ভব । তাই ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক সম্পর্কিত apps থেকে বিরত থাকুন । কারন এদের আসল উদ্দেশ্য হচ্ছে বিঙ্গাপন দেখিয়ে টাকা কামানো । এছাড়া আপনার ব্যাক্তিগত তথ্যও চুরি হয়ে যেতে পারে।


    আপনার ওয়াইফাই পাসওয়ার্ড সুরক্ষিত রাখতে 


    • শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন।

    • আপপনার রাউটারের WPS ডিসেবল করে রাখুন।

    •এডমিন প্যানেলে ঢুকে ডিফল্ট পাসওয়ার্ড বদলিয়ে নিন।


    আরো পড়ুন:https://www.ojanaprista.com/2022/09/Nak-diye-rokto-porle.html

    No comments:

    Post a Comment

    ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার উপায়

    ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার উপায় আপনি অবশ্যই ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার আশা নিয়ে আমার পোস্টটি পড়ছেন। তবে হ্যা আপনি ঠিক জায়গায় এস...

    privacy policy

    about us

    contact us