ফোনের সাথে মাউস এবং কীবোর্ড সংযোগ করে বানিয়ে ফেলুন মিনি কম্পিউটার...
আপনি কি আপনার ফোনটি দিয়েই দীর্ঘক্ষন টাইপের কাজ করেন ?
আপনি কি আপনার ফোনের ছোট কীবোর্ডটিতে টাইপ করতে করতে বিরক্ত ?
তবে হ্যা এই পোস্টটি আপনার জন্যই ।
বেকারত্বের হার বাড়ার সাথে সাথে বাড়ছে ফ্রিল্যান্সার এর হার । অনেকেই আয়ের উৎস হিসেবে বেছে নিচ্ছে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং । কেউবা খুলছে নিজের সাইট যা এক দক্ষতাসম্পন্ন ব্যাক্তিকে সাবলম্বী করে তোলে । এর মধ্যে অনেকেই আছেন যারা অর্থের স্বল্পতায় তাদের আউটসোর্সিং এর কাজ করে থাকনে । এতে তারা ছোট স্ক্রীনে দীর্ঘক্ষন টাইপ করতে এবং অন্যান্য কাজ করতে বিরক্ত হয়ে যান । স্বল্প খরচে তাদের এ বিরক্তিকর অবস্থা লাঘবের জন্য প্রয়োজন তাদের ফোনে মাউস এবং কীবোর্ড সংযোগ ।
প্রয়োজনীয় বিষয়
আপনার এন্ড্রোয়েট ফোন , ফোন রাখার স্ট্যান্ড , কীবোর্ড , USB হাব , মাউস ও OTG
প্রয়োজনীয় সফট্যওয়ার
বাংলা লিখতে play store থেকে bijoy keyboard (BD) সফট্যওয়ারটি ইনস্টল করে নিন । ইনস্টল করার পর সফট্যওয়ারটি অন্যান্য সব সফট্যওয়ার এর মতো আপনার ফোনে খুজে পাবেন না । আপনাকে আপনার ফোনের সেটিংস অপশনে গিয়ে এ গিয়ে কীবোর্ডটি কানেক্ট করে দিন এবং আপনার ফোনের কীবোর্ড হিসেবে কিবোর্ডটি সিলেক্ট করে দিন । বাংলা লিখতে আপনার ফোনে যে বিজয় কীবোর্ডটি ভেসে উঠবে সেটার বামপাশে লাল অক্ষরের বিজয় লেখাটি ক্লিক করে বাংলা লেখা শুরু করে দিন ।
মাউস এবং কীবোর্ড সংযোগ দেওয়ার নিয়ম
1. USB হাবের সাথে কীবোর্ড এবং মাউস সংযোগ করে দিন।
2. এবার USB হাবের সাথে OTG সেট করে তা ফোনে সংযোগ দিন।



No comments:
Post a Comment