• Breaking News

    Friday, 2 September 2022

    ফো‌‌নের সাথে মাউস এবং কীবোর্ড সং‌যোগ ক‌রে বা‌নিয়ে ফেলুন মি‌নি ক‌ম্পিউটার

    ফো‌‌নের সাথ‌ে মাউস এবং কীবোর্ড সং‌যোগ ক‌রে বা‌নিয়‌ে ‌ফেল‌ুন ‌মি‌নি ক‌ম্পিউটার...


    আপন‌ি ক‌ি আপনার ‌‌ফোন‌টি ‌দি‌য়েই দীর্ঘক্ষন টাই‌পের কাজ ক‌রেন ?

    আপ‌‌নি ক‌ি আপনার ‌ফো‌নের ‌ছোট ক‌ী‌বোর্ড‌টি‌তে টাইপ কর‌তে কর‌তে ‌বিরক্ত ?

    ত‌বে হ‌্যা এই ‌পোস্ট‌টি আপনার জন‌্যই ।


    ‌বেকার‌ত্বের হার বাড়ার সা‌থে সা‌থে বাড়‌‌ছে ‌ফ্রিল‌্যান্সার এর হার । অনে‌‌কেই আয়ের উৎস হি‌সে‌বে বে‌ছে ন‌ি‌চ্ছে ‌ফ্রিল‌্যা‌ন্সিং বা আউট‌সো‌র্সিং । ‌কেউবা খুল‌ছে ‌নি‌জের সাইট যা এক দক্ষতাসম্পন্ন ব‌্যাক্ত‌িকে সাবলম্বী ক‌রে তো‌লে । এর ম‌ধ‌্যে অ‌‌নে‌কেই আছেন যারা অ‌র্থের স্বল্পতায় তা‌দের আউট‌সোর্সিং এর কাজ ক‌রে থা‌কনে । এ‌তে তারা ‌ ছোট স্ক্রী‌‌নে দীর্ঘক্ষন টাইপ কর‌তে এবং অন‌্যান‌্য কাজ কর‌‌তে বিরক্ত হ‌য়ে যান । স্বল্প খর‌চে তা‌দের এ বির‌ক্তিকর অবস্থা লাঘ‌বের জন‌্য প্র‌‌য়োজন তা‌দের ‌‌ফো‌‌নে মাউস এবং কী‌বোর্ড সং‌যোগ ।


    প্র‌য়োজনীয় বিষয়

    আপনার এ‌ন্ড্রো‌য়েট ফোন , ‌ফোন রাখার স্ট‌্যান্ড , কী‌বোর্ড , USB হাব , মাউস ও OTG


    প্র‌য়োজনীয় সফট‌্যওয়ার 

    বাংলা ‌লিখ‌তে  play store  থেকে bijoy keyboard (BD) সফট‌্যওয়ার‌টি ইনস্টল করে ‌নিন । ইনস্টল করার পর সফট‌্যওয়ার‌‌টি অন‌্যান‌্য সব সফট‌্যওয়ার এর ম‌তো আপনার ‌ফোনে খু‌জে পা‌বেন না । আপনা‌কে আপনার ফো‌নের সে‌টিংস অপশ‌নে গি‌য়ে এ গি‌য়ে কী‌বোর্ড‌টি কা‌নেক্ট ক‌রে ‌দিন এবং আপনার ফো‌নের কী‌বোর্ড হি‌সে‌বে ক‌ি‌বোর্ড‌টি ‌সিলেক্ট ক‌রে দিন । বাংলা ‌লিখ‌তে আপনার ‌ফোনে যে বিজয় কী‌বোর্ড‌টি ‌ভে‌সে উঠ‌বে ‌সেটার বামপা‌‌শে লাল অক্ষ‌‌রের বিজয় লেখা‌টি ক্লিক ক‌‌রে বাংলা লেখা শুরু ক‌রে ‌দিন ।


    মাউস এবং কী‌বোর্ড সং‌যোগ দে‌ওয়ার ‌নিয়ম

    1. USB হাবের স‌া‌থে কী‌বোর্ড এবং মাউস সং‌যোগ ক‌রে দিন।

    2. এবার USB হা‌‌বের স‌া‌থে OTG ‌সেট ক‌রে তা ফো‌নে সং‌যোগ দিন।


    No comments:

    Post a Comment

    ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার উপায়

    ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার উপায় আপনি অবশ্যই ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার আশা নিয়ে আমার পোস্টটি পড়ছেন। তবে হ্যা আপনি ঠিক জায়গায় এস...

    privacy policy

    about us

    contact us