নাক দিয়ে রক্ত পড়লে
নাক দিয়ে রক্ত পড়া বলতে বোঝায় নাকের ছিদ্রপখ দিয়ে রক্ত বেরিয়ে আসা । নাক দিয়ে রক্ত পড়ার সমস্যাটি রোগ না হলেও রোগের লক্ষন হিসেবে প্রকাশ পায় । এটি চিকিৎসা বিদ্যায় এপিসট্যাক্সিস নামে পরিচিত । অনেকক্ষেত্রে কারন ছাড়াই নাক থেকে রক্ত চলে আসে যাকে ইডিওপ্যাথিক বা না জানা কারন বলা হয়। জীবনে কোনো না কোনো সময় কমবেশি অনেকেই এ সমস্যার সম্মুখীন হয়। জরিপে দেখা গেছে , প্রায় 60 শতাংশ মানুষ এ সমস্যার সম্মুখীন হয়ে থাকে এবং 6 শতাংশ হাসপাতালে ভর্তি হয়।
নাক দিয়ে রক্ত পড়ার কারন
জানা অজানা অনেক কারনেই নাক দিয়ে রক্তক্ষরণ হয়ে থাকে। এ সমস্যায় সবচেয়ে বেশি দায়ী বিষয়সমূহ হচ্ছে:
• আঘাত জনিত কারন
• টিউমার জনিত কারন
• ইনফেকশনজনিত কারন
এবং অন্যান্য রোগ এবং শারীরিক বিষয়জনিত কারন ।
আঘাত জনিত কারন
চলতে ফিরতে বিভিন্ন উপায়ে আমাদের নাকে আঘাত লেগে থাকে। যেমন-
সড়ক দুর্ঘটনায় , মারামারিতে , নাকের ভেতর আঙুল দিয়ে খোঁচালে , অপারেশনজনিত আঘাতে, অতিরিক্ত উত্তাপে , শুষ্ক আবহাওয়া জনিত কারনেও নাক থেকে রক্তক্ষরণ হয়ে থাকে
নাকের ইনফেকশন জনিত কারন
নাকে বিভিন্ন ধরনের ইনফেকশন রয়েছে যেগুলোর কারণে নাক দিয়ে রক্ত পড়ে । যেমন:
• ডিপথেরিয়া
• মিসেলস
• ঘন ঘন সর্দি বা ক্রনিক রাইনাটিস
• সাইনাসের প্রদাহ বা সাইনোসাইটিস
• এডেনয়ডাইটিস বা
• এডেনয়েড গ্রন্থির প্রদাহ বা ট্রফিক রাইনাইটিস
• রাইনসপোরিডিওসিস
• টিউবারকিউলোসিস বা যক্ষ্মা
নাকের টিউমার জনিত কারন
নাকে বিভিন্ন ধরনের টিউমার হয়ে থাকে। যেমন:
• ইনভারটেড পেপিলোমা
• সারকোমা
• নেসোফ্যারিনজিয়াল ক্যান্সার
• হেমানজিওমা
• এনজিওফাইব্রোমা ইত্যাদি । নাকের এসব টিউমার রক্তক্ষরণের জন্য দায়ী।
অন্যান্য কারন
আরো বেশ কিছু কারন রয়েছে। যেমন:
• লিভারের প্রদাহ বা জন্ডিস
• থ্রম্বোসাইটোপেনিয়া
• অ্যাথেরোসক্ল্লেরোসিস
• রক্তনালিতে চর্বি জমা হওয়া
• নাকের মাঝের হাড় অতিরিক্ত বাঁকা হওয়ায়
• উচ্চ রক্তচাপ রয়েছে এমন ব্যক্তিরা এ সমস্যার সম্মুখীন হয়ে থাকে
• হার্ট ফেইলিওর
• অতি মাত্রায় রক্তশূন্যতা
• হিমোফিলিয়া
কিছু জন্মগত ত্রুটির কারণেও এ সমস্যা হয়ে থাকে।
এ সমস্যায় করনীয়
• আঙুল দিয়ে ৬-১০ মিনিট নাক চেপে ধরে রাখুন। এবং নিঃশ্বাসের কাজ মুখ দিয়ে চালান।
• নাকে এবং বরফের ঠাণ্ডা সেঁক দিন।
• মাথা নিচের দিকে হেলিয়ে সামনের দিকে ঝুঁকে পড়া যাবে না
• এ অবস্থায় শোয়া যাবে না। কারন এতে রক্ত ফুসফুসে গিয়ে মারাত্মক অবস্থার সৃষ্টি হতে পারে।
• রোগীর উচ্চরক্তচাপ পরিমাপ করুন। যদি প্রয়োজন হয় তবে উচ্চরক্তচাপের ওষুধ দিন।
• রক্ত পড়া বন্ধ হওয়া সত্ত্বেও কয়েক ঘণ্টা নাক পরিষ্কার করা যাবে না
রক্ত পড়া বন্ধ না হলে রোগীকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে এবং উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
আরো পড়ুন:https://unknown8136.blogspot.com/2022/09/Pyorrhea-er-karon-lokkhon-o-protikar.html

No comments:
Post a Comment