পায়োরিয়ার কারন,লক্ষন ও প্রতিকার...
মূল্যবান বিষয়গুলোর মধ্যে দাঁত হলো অন্যতম যা আমাদের প্রতিদিন খাবার খেয়ে বেঁচে থাকতে সাহায্য করে । সুন্দর হাসির আসল রহস্য হলো সুন্দর দাঁত।প্রিয়জনরা হাসলে যেন মনে হয় আপনার জীবন সার্থক । কিন্তু সেই সার্থকতার গল্পের হাসিমুখের অভ্যন্তরে যদি কোনো রোগ দেখা দেয় তবে বিষয়টা যেন কেমন হয়ে যায় ।
মুখের ভেতর এবং দাঁতের গোড়ায় এমনি একটি রোগ হলো পায়োরিয়া
পায়োরিয়ার লক্ষন
• কোনো শক্ত খাবারে কামড় দিতে গিয়ে মাড়ি লাল হয়ে যায় বা রক্ত পড়া শুরু করে ।
• দাতের মাড়ি ফুলে যায় এবং দাঁতের মাড়িতে ঘা হয়ে ফেটে যায়।
• দাঁত মাজার সময় রক্ত ঝড়া।
• দাঁতের গোড়ায় পুঁজ জমা।
• মুখ দুর্গন্ধযুক্ত হয়ে যায়।
• এ সমস্যায় দাত দুর্বল হয়ে পড়ে।
• দাতের ক্ষয়রোগ ও পায়োরিয়া অনেক সময়েই ব্যাথাহীন হয়ে থাকে
পায়োরিয়া হওয়ার কারন
• দাঁত এবং মুখ অপরিষ্কার রাখা।
• খাওয়ার পর দাঁত ব্রাশ না করা অথবা মুখ কুলি না করা ।
• দাঁতের ফাকে খাবার জমা হয়ে থাকা।
• দাঁত অথবা মুখের যত্ন না নেওয়ায় ব্যাক্টেরিয়া মাড়ির ফাকে জমা হয়ে থাকে , একে ডেন্টাল প্লাক বলা হয় । দেখা যায় এটা এ রোগের জন্য অনেকাংশে দায়ী।
• শরীরে পুষ্টির অভাব ও অন্যান্য শারীরিক রোগের কারনেও এ রোগ হয়ে থাকে। অন্যান্য রোগ যেমন বহুমুত্র।
• অনেক লোকের ক্ষেত্রে দেথা যায় গিঙ্গিভাল ফাইবার ধ্বংস হয়ে যাওয়ায় গিঙ্গিভিটিস থেকে পেরিয়োডোন্টিটিস হয়ে যায় , যার ফলে দাঁত থেকে মাড়ির কোষকলা বিচ্ছিন্ন হতে থাকে।
এ রোগের চিকিৎসা
মাড়ি রোগ বা পায়োরিয়া নির্নয়ে সার্জনরা প্রোব নামে যন্ত্রের সাহায্য নিয়ে থাকে । এর মাধ্যমে বোঝা যায় পায়োরিয়ার জটিলতা ও মাড়ি থেকে রক্ত ঝরে কি না। অন্যদিকে দাঁতের ক্ষয় নির্নয়ে এক্সরে করানো হয় ।
চিকিৎসা হিসিবে মাড়ির ফাকে থাকা ডেন্টাল প্লাক পরিষ্কার করা হয়। এর জন্য ডিপ স্কেলিং ম্যাথট বা পদ্ধতি ব্যাবহার করে মাড়ির ভেতরের অংশ পরিষ্কার করা হয় । এবং রুট স্কেলিং পদ্ধতির দ্বারা দাঁতের শেকরে পরিষ্কার করানো হয় । অনেকসময় সার্জারি বা অস্ত্রপাচারের প্রয়োজন হয় ।
এ রোগ প্রতিরোধে করনীয়
এ রোগ প্রতিরোধে আমাদের যত্নশীল হতে হবে । সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে মোট 2 বার দাঁত ব্রাশ করতে হবে। প্রতিবার খাওয়ার পর মুখ কুলি করে ফেলতে হবে । মুখের যত্নে আপনি চাইলে হাইড্রোজেন পার-অক্সাইড সমৃদ্ধ মাউথ ওয়াশ দিয়েও মাঝে মাঝে মুখ কুলি করে নিতে পারেন। দাঁতের ফাঁকা জায়গা পরিষ্কার করার জন্য ডেন্টাল ফ্লোস সুতা ব্যাবহার করতে পারেন । অবশ্যই ভালো মানের টুথপেস্ট এবং নরম ব্যাবহার করবেন ।

No comments:
Post a Comment