• Breaking News

    Monday, 5 September 2022

    পায়োরিয়ার কারন,লক্ষন ও প্রতিকার

    পায়োরিয়ার কারন,লক্ষন ও প্রতিকার...

    মূল‌্যবান বিষয়গু‌লোর ম‌ধ্যে দাঁত হ‌লো অন‌্যতম যা আমা‌দের প্র‌তি‌দিন খাবার ‌খে‌য়ে বেঁচে থাক‌তে সাহায‌্য ক‌‌রে । সুন্দর হা‌সির আসল রহস‌্য হ‌লো সুন্দর দাঁত।‌প্রিয়জনরা  হাস‌লে যেন ম‌নে হয় আপনার জীবন সার্থক । কিন্তু ‌সেই সার্থকতার গ‌ল্পের হ‌া‌সিমু‌খের অভ‌্যন্ত‌রে য‌দি কো‌নো রোগ দেখা ‌দেয় ত‌বে বিষয়টা ‌যেন ‌‌কেমন হ‌য়ে যায় ।


    মু‌খের ভেতর এবং দাঁতের গোড়ায় এম‌‌নি এক‌টি ‌রোগ হ‌‌লো পা‌য়ো‌রিয়া


    পা‌য়ো‌রিয়ার লক্ষন 

    • কো‌নো শক্ত খাবারে কামড় দি‌তে গি‌‌য়ে মাড়ি লাল হয়ে যায় বা রক্ত পড়া শুরু ক‌রে ।

    • দা‌তের মা‌ড়ি ফু‌লে যায় এবং দাঁতের মাড়িতে ঘা হয়ে ফেটে যায়।

    • দাঁত মাজার  সময় রক্ত ঝড়া।

    • দাঁতের গোড়ায় পুঁজ জমা।

    • মুখ দুর্গন্ধযুক্ত হ‌য়ে যায়।

    • এ সমস‌্যায় দাত দুর্বল হ‌য়ে প‌ড়ে।

    • দা‌তের ক্ষয়‌রোগ ও পা‌য়ো‌রিয়া অ‌নেক সম‌য়েই ব‌্যাথাহীন হ‌য়ে থা‌কে

    পায়োরিয়া হওয়ার কারন

    • দাঁত  এবং মুখ অপরিষ্কার রাখা।

    • খাওয়ার পর দাঁত ব্রাশ  না  করা অথবা মুখ কু‌লি না করা ।

    • দাঁতের ফা‌কে খাবার জমা হ‌য়ে থাকা। 

    • দাঁত অথবা মু‌‌খের যত্ন না নেওয়ায় ব‌্যা‌‌ক্টে‌রিয়া মা‌ড়ির ফা‌কে জমা হ‌য়ে থা‌‌কে ,  এ‌কে  ‌ডেন্টাল প্লাক বলা হয় ।  দেখা যায় এটা এ রো‌‌গের জন‌্য অ‌‌নেকাং‌‌শে দায়ী। 

    • শরী‌রে পু‌‌‌‌‌ষ্টির অভাব ও অন‌্যান‌্য শা‌রীরিক রো‌গের কার‌নে‌ও এ রোগ হ‌য়ে থা‌কে। অন‌্যান‌্য রোগ যেমন বহুমুত্র।

    • অ‌নেক লো‌কের ‌ক্ষে‌ত্রে দেথা যায় গিঙ্গিভাল ফাইবার ধ্বংস হয়ে যাওয়ায়  গিঙ্গিভিটিস থেকে পেরিয়োডোন্টিটিস হয়ে যায় ,  যার ফ‌লে  দাঁত থেকে মাড়ির কোষকলা বি‌চ্ছিন্ন হতে থা‌কে। 


    এ রো‌গের ‌চি‌কিৎসা 

    মা‌ড়ি রোগ বা পা‌য়ো‌রিয়া নির্ন‌য়ে সার্জনরা প্রোব না‌মে য‌ন্ত্রের সাহায‌্য নি‌য়ে থা‌কে । এর মাধ‌্যমে বোঝা যায়  পা‌য়ো‌রিয়ার জ‌টিলতা ও মা‌ড়ি থে‌কে রক্ত ঝ‌র‌ে কি না। অন‌্যদি‌কে দাঁতের ক্ষয় নির্ন‌য়ে এক্স‌রে করা‌নো হয় ।

    চি‌কিৎসা ‌হি‌সি‌বে  মা‌ড়ির ফা‌কে থাকা ডেন্টাল প্লাক প‌রিষ্কার করা হয়। এর জন‌্য  ডিপ স্কে‌লিং ম‌্যাথট বা পদ্ধ‌তি ব‌্যাবহার ক‌রে মাড়ির ‌ভেত‌রের অংশ প‌রিষ্কার করা হয় । এবং রুট স্কে‌লিং পদ্ধ‌‌‌তির দ্বারা দাঁতের ‌শেক‌রে প‌রিষ্কার করা‌নো হয় । অ‌‌নেকসময় সার্জা‌রি বা অস্ত্রপাচা‌রের প্র‌য়োজন হয় । 


    এ রোগ প্র‌তি‌রো‌ধে করন‌ীয় 

    এ রোগ প্র‌তি‌রো‌ধে আমা‌দের যত্নশীল হ‌তে হ‌বে । সকা‌লে ঘুম থে‌কে উ‌ঠে এবং রা‌তে ঘ‌ুমা‌তে যাওয়ার আগে মোট 2 বার দাঁত ব্রাশ কর‌তে হ‌বে। প্র‌তিবার খাওয়ার পর মুখ কু‌লি  ক‌রে ফেল‌তে হ‌বে । মু‌‌খের য‌ত্নে আপ‌‌নি চাই‌লে হাই‌ড্রো‌জেন পার-অক্সাইড সমৃদ্ধ মাউথ ওয়াশ দি‌য়েও মা‌ঝে মা‌ঝে মুখ কু‌লি  ক‌রে ‌নি‌তে পা‌‌রেন। দাঁতের ফাঁকা জায়গা প‌রিষ্কার করার জন‌্য ডেন্টাল ফ্লোস সুতা ব‌্যাবহার কর‌তে পা‌রেন । অবশ‌্যই ভা‌লো মা‌নের টুথ‌পেস্ট এবং নরম ব‌্যাবহার কর‌বেন । 


    No comments:

    Post a Comment

    ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার উপায়

    ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার উপায় আপনি অবশ্যই ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার আশা নিয়ে আমার পোস্টটি পড়ছেন। তবে হ্যা আপনি ঠিক জায়গায় এস...

    privacy policy

    about us

    contact us