• Breaking News

    Thursday, 18 August 2022

    জাম্বুরার পুষ্টিগুণ

     জাম্বুরার পুষ্টিগুণ...

    বাংলাদেশে জাম্বুরাকে অঞ্চলভেদে বিভিন্ন নামে ডাকা হয়। যেমন : জাম্বুরা , বাতাবি লেবু , বড় লেবু ইত্যাদি ।

     সকল প্রকার লেবুর থেকে জাম্বুরা অধিক পুষ্টিসমৃদ্ধ। জাম্বুরায় রয়েছে প্রচুর ভিটামিন সি । পাতি লেবু অথবা কাগজি লেবুতে ভিটামিন সি রয়েছে ৬৪ মিগ্রা , কামরাঙ্গায় ৬২ মিগ্রা , আমড়াতে ৯১ মিগ্রা । অনন্যদিকে জাম্বুরায় ভিটামিন সি রয়েছে ১০৬ মিগ্রা। সকল ভিটামিন সি এর উৎসের থেকে জাম্বুরায় ভিটামিন সি রয়েছে সর্বাধিক। এছাড়াও জাম্বুরায় রয়েছে এসকরবিক এসিড , শ্বেতসার , আমিষ , ক্যালসিয়াম , ভিটামিন বি , আয়রন, ক্যারোটিন ইত্যাদি।  

    আমাদের শরীরে ভিটামিন সি এর প্রয়োজনীয়তা সবারই জানা। 


    ভিটামিন সি এর ভূমিকা

    • রোগ প্রতিরোধে সহায়তা করে।

    • ঠান্ডা লাগা রোগীর যত্ন নেয়।

    • দেহের ক্ষত দ্রুত শুকায় ।

    • দাঁত রোগমুক্ত করতে সহায়তা করে।

    • অন্ত্র ও পাকস্থলী উভয়কে রাখে রোগমুক্ত।

    • মুখ ও জিহ্বার ক্ষত নিরাময় হয়।


    আমাদের ভিটামিন সি এর প্রয়োজন হলে আমড়া কমলালেবু কিনে থাকি যেটা অনেক ব্যায়বহুল । অন্যদিকে আমাদের দেশে স্বল্প মূল্যে প্রচুর জাম্বুরা পাওয়া যায়। অথচ একটি জাম্বুরা ১০ টি কমলার সমান । বিদেশি কমলা অথবা মাল্টা না খেয়ে দেশের সহজপ্রাপ্য অথচ অধিক পুষ্টিসমৃদ্ধ লেবু ও বাতাবি লেবু বেছে নিন।

    ধন্যবাদ 

    No comments:

    Post a Comment

    ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার উপায়

    ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার উপায় আপনি অবশ্যই ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার আশা নিয়ে আমার পোস্টটি পড়ছেন। তবে হ্যা আপনি ঠিক জায়গায় এস...

    privacy policy

    about us

    contact us