• Breaking News

    Tuesday, 23 August 2022

    হঠাৎ করেই রক্তপাত শুরু হলেই যা করবেন

     হঠাৎ করেই রক্তপাত শুরু হলেই যা করবেন...

     হঠাৎ কোনো দুর্ঘটনায় রক্তপাত  হলে আমরা অনেকেই ভয় পেয়ে যাই। এরকম হঠাৎ রক্তপাত শুরু হলে আমাদের কী করণীয় তা সবারই জানা প্রয়োজন।

    রক্তপাত হলে করণীয়:

    • হৃৎপিণ্ডের অবস্থানের থেকে কাটা অংশটি অধিক উঁচুতে ধরে রাখুন। যে জায়গা থেকে রক্তপাত হয়েছে অঙ্গটি বিশ্রামে রাখুন এবং নড়াচড়া বন্ধ করে দিন। যদি  কারো হাত কেটে যায় তাহলে হাতটিকে সহজেই হৃৎপিণ্ডের অবস্থানের চেয়ে ওপরে নেওয়া সম্ভব কিন্তু পা কিংবা শরীরের অন্যান্য যেসব অংশ উঁচু করে রাখা সম্ভব না,  তাই সেসব অঙ্গের নড়াচড়া বন্ধ করে দিতে হবে।

    • ক্ষত স্থানটি পরিষ্কার কাপড় বা রুমাল দিয়ে চেপে ধরুন। পরিষ্কার কিছু না পেলে হাত দিয়েই চেপে ধরে রাখুন।

    • রোগীকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিতে হবে। হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়ে গেলে অথবা রক্তপাত কোনোভাবেই বন্ধ করা সম্ভব না গেলে রোগীর জীবন বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে কাটা অংশটি খুব শক্ত করে বেঁধে দেওয়ার চেষ্টা করতে পারেন।

    তবে মনে রাখতে হবে, এটি খুব ঝুঁকিপূর্ণ। অনেক সময় শক্তভাবে বেঁধে রাখার কারণে আক্রান্ত অংশের রক্ত সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। যার ফলে রোগীর জীবন বাঁচলেও অঙ্গটি অকেজো হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই প্রক্রিয়ায় রক্তপাত বন্ধ করার জন্য বিশেষ নিয়ম রয়েছে।

    হাতের কাটা জায়গা থেকে রক্তক্ষরণ হতে থাকলে বাহু বাঁধতে হবে এবং পায়ের কাটা অংশ থেকে রক্তক্ষরণ হলে ঊরু বাঁধতে হবে। খুব বেশি হালকা করে বাঁধলে রক্তক্ষরণ আরো বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই  একটু শক্তভাবে বাঁধতে হবে।

     • হাসপাতাল অনেক দূরে হলে  কাছের কোনো চিকিৎসাকেন্দ্র থেকে শিরায় স্যালাইন শুরু করে দেওয়া ভালো হবে। সড়ক দুর্ঘটনা অথবা এরকম দুর্ঘটনার ক্ষেত্রে বিষয়টা জরুরি।

            

    রক্ত_দিন_জীবন_বাঁচান।।

    No comments:

    Post a Comment

    ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার উপায়

    ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার উপায় আপনি অবশ্যই ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার আশা নিয়ে আমার পোস্টটি পড়ছেন। তবে হ্যা আপনি ঠিক জায়গায় এস...

    privacy policy

    about us

    contact us