• Breaking News

    Wednesday, 24 August 2022

    আত্মহত্যার জন্য দায়ী বিষয়সমূহ

     আসলে কারা আত্মহত্যা করেন ?

    গবেষণায় দেখা গেছে, যারা আত্মহত্যা করেন তাদের ভেতর শতকরা ৯১ জনই আত্মহত্যার সময় কোনো না কোনো মানসিক ব্যাধি বা অসুখে ভুগছিলেন।

    যেসকল মানসিক ব্যাধি  বা অসুখ আত্মহত্যার জন্য দায়ী সেগুলো হলো

    • বিষন্নতা অথবা বিষন্নতাজনিত মানসিক ব্যাধি (Depression disorder) 

    • মাদকাসক্তি

    • বড় ধরনের কোন মানসিক রোগ (Psychiatric disorder)

     যেমন, সিজোফ্রেনিয়া  

    • Personality disorder বা ব্যক্তিত্বের সমস্যা 

    • মনস্তাত্ত্বিক সংকট (Psychological crisis) যেমন কোনো তাগিদে প্রচণ্ড হতাশা Relational breakup অথবা প্রেমে ব্যর্থতা, হঠাৎ চাকরি চলে যাওয়া, বড় কোনো ক্ষতি যেমন, ব্যবসায়িক Economic Loss ইত্যাদি। 

    • যারা অনেক দিন ধরে কোনো জটিল শারীরিক সমস্যায় ভুগছেন।

     

    • অনেক আর্থ-সামাজিক কারণ ও আত্মহত্যার জন্য দায়ী। যেমন দরিদ্রতা, ডিভোর্স, পারিবারিক কলহ দ্বন্দ্ব,অর্থনৈতিক মন্দা, শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে যৌন হয়রানি (মেয়েদের ক্ষেত্রে)। 


    • বংশগত অথবা জেনেটিক কারণ। জানা গেছে , যারা আত্মহত্যা করেন তাদের অনেকেরই পরিবারে বা বংশের নিকটাত্মীয়দের মধ্যে আত্মহত্যা করার ইতিহাস  থেকে থাকে।


    • ব্যক্তিত্বের রকম বা Personality charerteristics আত্মহত্যার আরেকটি অন্যতম কারণ। 

    যেমন আবেগপ্রবণতা (Impulsivity) অর্থাৎ আগে পিছে না  ভেবে করেই হুট করে কোন কাজ করে ফেলার প্রবণতা (এবং অবশ্যই এটা নেতিবাচক অর্থে), Aggression বা ধ্বংসাত্মমূলকক চিন্তা-ভাবনা আত্মহত্যাকারী ব্যক্তিদের ব্যক্তিত্বের মধ্যে বেশি দেখা যায় এবং 

    তাদের অনেকের মধ্যেই নিজেকে আঘাত করার প্রবণতা থাকে যেমন- 

     হঠাৎ রেগে গেলে অথবা কষ্ট পেলে কোনো ধারালো জিনিস দিয়ে নিজের হাত-পা কাটা, দেয়ালে মাথা দিয়ে জোড়ে আঘাত করা, শরীরের যে কোনো  স্থানে আঘাত করা, নিজেকে ক্ষতবিক্ষত করা যাকে সাইক্রিয়াট্রির ভাষায় বলা হয় deliberate self harm 

    বা ইচ্ছাকৃত নিজের ক্ষতি করানো।

    রোগীর ইতিহাস পর্যবেক্ষন করলে দেখা যায় যে , 

    আত্মহত্যা সম্পন্ন করার আগে তারা অধিকাংশই এই  Deliberate self herm জাতীয় আচরণ করেন।

    No comments:

    Post a Comment

    ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার উপায়

    ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার উপায় আপনি অবশ্যই ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার আশা নিয়ে আমার পোস্টটি পড়ছেন। তবে হ্যা আপনি ঠিক জায়গায় এস...

    privacy policy

    about us

    contact us