• Breaking News

    Thursday, 25 August 2022

    জেনে নিন জন্ডিসের লক্ষণ ও প্রতিরোধ সম্পর্কে

     জন্ডিস হলে করনীয়...

     উপসর্গ

     • আপনার কি খাবার রুচি কমে গেছে?

    • আপনার শরীর কি খুব ক্লান্ত?

    • আপনি কি মাস খানেক আগে নিম্ন মানের সেলুনে সেভ করেছিলেন ??

    • চোখ, শরীর, হাতের তালু, প্রসাব, ঘাম এসব হলুদ হচ্ছে?? শরীর জ্বর ভাব?


    এসব হেপাটাইটিস বি অথবা মারাত্মক জন্ডিসের প্রাথমিক লক্ষন হতে পারে।

     আরো লক্ষন গুলো হচ্ছে

    • হেপাটাইটিস বি এমনই এক রোগ যার উপসর্গ সহজে প্রকাশ পেয়ে থাকে না। তবে যখন প্রকাশ পায়, ততক্ষণে তা সংক্রমিত হয়ে পড়ে।

    • সন্দেহজনক যৌন মিলনের জন্য। 

    • প্রতিদিন অনেক সিগারেট খেয়ে থাকেন অথচ একটিও খেতে ইচ্ছে করছে না।

    • বমি বা বমি বমি ভাব। 

    পেটে ব্যথা বা পেটের একদম উপরে ডান দিকে ব্যাথা।


    আপনি যেভাবে আক্রান্ত হতে পারেন বা যেভাবে এটি শরীরে ছড়ায় 


    • আক্রান্ত ব্যাক্তির ব্যাবহার করা ব্লেড বা রেজার ব্যাবহার করলে ।

    • একই সিরিঞ্জ দিয়ে মাদক ইঞ্জেকশন নেওয়ায়।

    • শরীরে পরীক্ষা না করে রক্ত গ্রহণ করেন ।

    • কিডনি ডায়ালাইসিস এর সময়।

    • আক্রান্ত স্বামীর মাধ্যমে স্ত্রী আক্রান্ত হবেন।

     • রক্ত, বীর্য অথবা শরীরের অন্যান্য তরল পদার্থের মাধ্যমে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। 

    • বড়দের ক্ষেত্রে সংক্রমণ ভালো হয়ে গেলেও শিশুদের ক্ষেত্রে এর সংক্রমণ দীর্ঘস্থায়ী হয়ে থাকে।

    • হেপাটাইটিস বি ভাইরাসের কারণে লিভারে প্রদাহের সৃষ্টি হয় এবং সময়মতো পদক্ষেপ না নিলে এই রোগ থেকে মৃত্যু ও হতে পারে। 

    • এটি মায়ের কাছ থেকে নবজাতকের শরীরে সংক্রমিত হতে পারে। 


    এ রোগের প্রতিরোধে করণীয়

    • যৌন মিলন এর সময় কনডম ব্যবহার করুন।

    •সালাদ এবং ফলমূল বেশি খাবেন। তেল-চর্বি যুক্ত খাবার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

    • কাচা লবণ খাদ্যতালিকা থেকে সরিয়ে।

    • প্রতিদিন অন্তত ৪০ মিনিট হাঁটুন পাশাপাশি ব্যায়ামের অভ্যাস করবেন।

    • HBsAG পরীক্ষা করে টেস্ট রেজাল্ট নিগেটিভ হলেই যথাসম্ভব দ্রুত হেপাটাইটিস-বি এর প্রতিষেধক টিকা নিতে হবে। এতে অনেক দ্রুত রোগটিকে আটকানো যায়।

    • সেলুনে নয় বরং বাসায় সেভ করুন।


    অভিঙ্গ চিকিৎসকের পরামর্শ নিন

    ধন্যবাদ

    No comments:

    Post a Comment

    ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার উপায়

    ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার উপায় আপনি অবশ্যই ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার আশা নিয়ে আমার পোস্টটি পড়ছেন। তবে হ্যা আপনি ঠিক জায়গায় এস...

    privacy policy

    about us

    contact us