• Breaking News

    Thursday, 25 August 2022

    জেনে রাখুন পলিপাসের কারন ও লক্ষণ

    পলিপাস কি?এর প্রকারভেদ, কারণ,ও লক্ষণ সম্পর্কে জেনে নিন

    মানবদেহে রক্তের ইসনোফিল ও সিরাম আইজিই এর পরিমাণ বেড়ে গিয়ে থাকলে ঠান্ডা, সর্দি, হাঁচি লেগে থাকে এবং নাকের ভেতরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়ে থাকে যা শ্লৈষ্মিক ঝিল্লিগুলোতে অ্যালার্জি প্রদাহ সৃষ্টি করে। এতে এক ধরনের মাংসপিন্ড ধিরে ধিরে বাড়তে থাকে । সর্বপ্রথম এটি আকারে ছোটো থাকে এবং দেখতে মটরশুটির মতো দেখা যায় । পরবর্তীতে এটি আকারে বড় হয় এবং নাকের ছিদ্র বন্ধ করে দেয় । কখনো দেখা যায় নাক থেকে রক্তক্ষরণও হয়ে থাকে । 

    পলিপাসের প্রকারভেদ

    নাকের পলিপাস সাধারণত দুই ধরনের হয়ে থাকে । যথাঃ

     ১) ইথময়ডাল পলিপাস । এটা এলার্জির কারণে দুই নাকে দেখা দেয়। 

    ২) এন্ট্রোকোয়ানাল পলিপাস । এটা ইনফেকশনের কারণে এক নাকে হতে দেখা যায়।


    পলিপাস এর কারন

    বেশিরভাগ ক্ষেত্রেই অ্যালার্জি জনিত এবং দীর্ঘমেয়াদী নাক ও সাইনাসের প্রদাহ বা ক্ষত পলিপাস এর মূল কারন । কারো কারো ঋতু পরিবর্তনের কারনে অ্যালার্জির কারনে পলিপাস হয়ে থাকে ।  আবার অনেক সময় বংশগত কারনে পলিপাস হয়ে থাকে ।


    পলিপাস এর লক্ষন

    পলিপাস এর অনেক লক্ষন রয়েছে । যেমনঃ একনাগাড়ে হাঁচি ,  নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম , নাক দিয়ে পানি পড়া ,নাক এবং তালু চুলকানো , নাকে ব্যাথা , মাথা ব্যাথা , জ্বর জ্বর অনুভূতি, খাবারে অরুচি, ঘুমে নাক ডাকা, শরীর শুকিয়ে যাওয়া ইত্যাদি ।

    No comments:

    Post a Comment

    ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার উপায়

    ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার উপায় আপনি অবশ্যই ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার আশা নিয়ে আমার পোস্টটি পড়ছেন। তবে হ্যা আপনি ঠিক জায়গায় এস...

    privacy policy

    about us

    contact us